গবি প্রতিনিধি
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট-২০২৩ এর ছেলে-মেয়ে দুই ইভেন্টে ব্যাডমিন্টন ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ফার্মেসি ও সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।
গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিনের প্রথম ম্যাচে মেয়েদের ইভেন্টে মুখোমুখি হয় আইন বিভাগ ও ফার্মেসি বিভাগ। আইনকে ১-২ সেটে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয় ফার্মেসি বিভাগের মেয়েরা এবং ছেলেদের ইভেন্টে দিনের দ্বিতীয় ম্যাচে ভেটেরিনারি অনুষদের সম্মুখীন হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। খেলায় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম ২-০ সেটে ভেটেরিনারি অনুষদকে চ্যাম্পিয়ন হয়।
এ সময় খেলা উপভোগ করেন- উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডীন, সকল বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, এবারের আয়োজনে ২টি ইভেন্টে (ফুটবল ও ব্যাডমিন্টন) প্রতি বিভাগ থেকে ৩৮ জন করে খেলোয়াড় (ছেলে ও মেয়ে) অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় মোট ১৪টি বিভাগ অংশগ্রহণ করছে। আগামী ১৬ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতার পর্দা নামবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড