• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুবিতে বাহারি পিঠা উৎসব অনুষ্ঠিত

  কুবি প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৩, ১৪:১৪
কুবিতে বাহারি পিঠা উৎসব অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে হরেক রকমের পিঠেপুলি নিয়ে আয়োজন করা হয়েছে বাহারি পিঠা উৎসব।

গতকাল সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন কাঁঠালতলায় এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

লোক প্রশাসন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ৫টি স্টলে পাটিসাপটা, পানতুয়া, ভাপাপিঠা, ফুলিপিঠা, সুজির পিঠাসহ বিক্রি করা হয় হরেক রকমের পিঠা।

এ সময় উপস্থিত ছিলেন- বিভাগটির প্রধান মোসা. শামসুন্নাহার, বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল, ড. মো. রশিদুল ইসলাম শেখ, অ্যাসোসিয়েশনের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ বলেন, স্বল্প সময়ে সকলের প্রচেষ্টায় আমরা প্রাণবন্ত একটি পিঠা উৎসব আয়োজন করতে পেরেছি। এই উৎসব আয়োজনে যারা পরিশ্রম করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের উদ্দেশ্য ছিল বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড