• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে সালেহ আহম্মেদ-জাকিয়া সুলতানা

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৩, ১৩:০৯
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে সালেহ আহম্মেদ-জাকিয়া সুলতানা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যকর পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করেছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্য।

গত রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতি ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১০টা ৩০ মিনিটে ফল ঘোষণা করেন সমিতির নির্বাচন কমিশনার ড. নিশীথ কুমার।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্য থেকে ৯৯ ভোট পেয়ে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সালেহ আহম্মেদ। তাঁর প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থী পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল হোসেন পেয়েছেন ৯৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্যের প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থী ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল আলম পেয়েছেন ৮৫ ভোট।

এছাড়া অন্য নির্বাচিতরা হলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্য থেকে সহ-সভাপতি পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া, যুগ্ম সম্পাদক পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. গোলাম ফেরদৌস, প্রচার সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান রাজিব, দপ্তর সম্পাদক পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সোলাইমান হোসেন মিন্টু।

এছাড়া সমিতির ৮টি সদস্যপদে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্য থেকে ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলী খান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মর্তুজা আহমেদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. সমীর চন্দ্র রায় এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে বঙ্গবন্ধু ইনিস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের সহকারী অধ্যাপক সহকারী অধ্যাপক সোহানা সুলতানা, এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদি হাসান বাবু, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোছা. হুর-ই-জান্নাত নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ১৫টি পদে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে মোট ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড