জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদ ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইউটিলিটি ভবনের ছাদে ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
এ সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ইমাম হোসাইন সুমন, মারুফ আদনান এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- চারুকলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সভাপতিত্ব করেন চারুকলা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম আমান।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, চারুকলার শিক্ষার্থী সংখ্যা কম হওয়া সত্ত্বেও চারুকলা ছাত্রলীগ সবচেয়ে সক্রিয়ভাবে সৃজনশীল কাজ করে আসছে। প্রতিটা বিভাগীয় কমিটির এর থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যাওয়া উচিত।
সহকারী অধ্যাপক ইমাম হোসাইন সুমন বলেন, ছাত্রলীগের বিভাগীয় কমিটি হওয়ায় আমরা আনন্দিত। আমরা আশা রাখি আমাদের ছাত্ররা ছাত্রলীগকে আরও বেশি গণমুখী করতে বিভিন্ন সংস্কৃতি বান্ধব কাজ করবে। শুধু ক্যাম্পাস প্রাঙ্গণে নয় জাতীয় পর্যায়েও চারুকলা ছাত্রলীগ শৈল্পিক কাজের মাধ্যমে প্রশংসা কুড়াবে বলে আমার বিশ্বাস।
উদ্বোধন অনুষ্ঠানে শাখা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড