• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কায় শিক্ষা সম্মেলনের মুখ্য আলোচক বশেফমুবিপ্রবির প্রকল্প পরিচালক

  বশেফমুবিপ্রবি প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২৩, ১৪:০৫
শ্রীলঙ্কায় শিক্ষা সম্মেলনের মুখ্য আলোচক বশেফমুবিপ্রবির প্রকল্প পরিচালক

‘ইন্টারন্যাশনাল সামিট ফর কোয়ালিটি এডুকেশন-২০২৩’ -এ যোগ দিতে শ্রীলঙ্কার কলম্বোতে গেলেন জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, প্রকল্প পরিচালক অধ্যাপক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন। আজ সোমবার (৩০ জানুয়ারি) থেকে আগামী বুধবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া সামিটে তিনি মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন।

ইন্টারন্যাশনাল সামিট ফর কোয়ালিটি এডুকেশন-২০২৩, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর কোয়ালিটি এডুকেশন (IAFQE) দ্বারা আয়োজিত হচ্ছে যা একটি আন্তর্জাতিক অলাভজনক শিক্ষা সংস্থা যা ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে শিক্ষার মান উন্নত করার জন্য কাজ করছে। এবারের সামিটে "টেকসই উন্নয়নের জন্য শিক্ষা (ESD)" এবং "সবুজ শিক্ষা" এর উপর আলোকপাত করা হবে।

গণমাধ্যম ব্যক্তিত্ব, সাবেক চৌকস সেনা কর্মকর্তা কর্নেল (অব.) শরীফ একাধারে নিরাপত্তা বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। ঢাকার মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক এই অধ্যক্ষ দুবাইতে পরপর দুইবার ‘প্রিন্সিপাল অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন।

তিনি অস্ট্রেলিয়াতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ, দক্ষ প্রশাসক হিসেবে ২০১৫ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে ই-জিএল ও ২০১৬ সালে ইউনিভার্সিটি অব কুয়ালালামপুর থেকে উচ্চতর প্রশিক্ষণ নেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড