• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৯২ আসন ফাঁকা রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু

  বেরোবি প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২৩, ১২:৩৩
২৯২ আসন ফাঁকা রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) (ফাইল ছবি)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিভিন্ন অনুষদে ২২টি বিভাগে ২৯২টি আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু হয়েছে। এছাড়া ক্লাস শুরুর সময় না জানানো, ক্যাম্পাস অপরিষ্কারসহ বিভিন্ন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অব্যবস্থাপনা মেনে নিতে কষ্ট হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই খুব সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের বরণ করে নিতে পারতেন।

এ দিকে গত ১৮ জানুয়ারি ৮ম মেরিট লিস্ট প্রকাশ করা হয়। এতে ২৯২ জন শিক্ষার্থী না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকসহ শিক্ষক সমিতির একাধিক নেতাও ক্ষোভ প্রকাশ করেছেন।

অনুষদভুক্ত ডিনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিনিয়ত শিক্ষার্থীরা ভর্তি মাইগ্রেশান হয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ায় একের পর এক মেরিট লিস্ট প্রকাশ করেও আসন পূরণ করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ বলেন, আমি জরুরি কাজে ঢাকায় অবস্থান করছি। কাজ শেষ হলে ফিরব। এ বিষয়ে কিছু বলতে পারব না।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, বিজ্ঞান অনুষদে ২১৯টি, মানবিক কলা অনুষদে ৩৪টি, ব্যবসায় শিক্ষা অনুষদে ৩৯টি আসন ফাঁকা রেখে ৯ম মেরিট লিস্ট প্রকাশ করা হয়।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড