বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চলমান লেভেল-৪, টার্ম-১ এর চূড়ান্ত পরীক্ষার আগামী ২২ জানুয়ারির পরীক্ষাটি পিছিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল হকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা পেছানোয় শিক্ষার্থীদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছে।
তাদের ভাষ্য মতে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের এই সেমিস্টারের ক্লাস শুরু হয়। পরবর্তীকালে ডিসেম্বরের ১৫ তারিখ আমাদের সকল বিভাগের ক্লাস, ল্যাব, সিটি শেষ হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এক মাস দেরিতে ১৬ জানুয়ারিতে পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করে। অথচ এই পরীক্ষা সেশনজট কমাতে জানুয়ারির প্রথম সপ্তাহে দেওয়া যেত।
তাছাড়া ২২ই জানুয়ারির পরীক্ষা আবার এক মাস পিছিয়ে ফেব্রুয়ারির ২৬ তারিখ দেওয়া হয়েছে। এভাবে প্রশাসন সেশনজট তৈরি করছে।
এ বিষয়ে ৪৪তম ব্যাচের পরীক্ষা কমিটির সভাপতি, অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সাথে কথা বললে তিনি জানান, পরীক্ষা কমিটির সবার সিদ্ধান্তে পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যেহেতু পহেলা মার্চ থেকে ৪৪তম ব্যাচের ইন্টার্ন হওয়ার কথা ছিল, এখনো পহেলা মার্চ থেকে শুরু করতে পারবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড