কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বুধবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্থাপনা উদ্বোধন (ক্লাব কাম গেস্ট হাউজ ও ডরমিটরি) করবেন। পরে শিক্ষকদের মাঝে ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, গবেষণা পত্রের বিশেষ কতগুলো দিক বিবেচনায় শিক্ষকদের এই এ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। তবে কতজনকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে সেটা এখনই জানাতে চাচ্ছি না। এই ধারা অব্যাহত থাকলে শিক্ষকদের মাঝে গবেষণার প্রবণতা বৃদ্ধি পাবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড