• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেনে নিন নোবিপ্রবি’র অনুষদ ও বিভাগ ভিত্তিক আসন সংখ্যা

  নোবিপ্রবি প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৮, ১৩:২৭
নোবিপ্রবি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ৩০টি বিভাগের আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০টি। বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দিনের দেয়া তথ্য অনুযায়ী এই শিক্ষাবর্ষে এ সকল আসনের মধ্যে কোন অনুষদে কতটি, কোন বিভাগে কতটি এবং কোটায় কতটি আসন রয়েছে জেনে নেয়া যাক...

‘এ’ ইউনিটে ৩০৫টি আসনের মধ্যে ইন্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩, উপজাতি-১সহ), অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩,উপজাতি-১সহ), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩, উপজাতি-১সহ), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগে ৩০টি (মুক্তিযোদ্ধা-২,উপজাতি-১সহ) আসন রয়েছে।

বিজ্ঞান অনুষদভুক্ত অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩,উপজাতি-১ সহ), পরিসংখ্যান বিভাগে ৪৫টি (মুক্তিযোদ্ধা-২,উপজাতি-১সহ), ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ভুক্ত সফ্টওয়্যার ইন্জিনিয়ারিং বিভাগে ৩০টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১সহ) আসন রয়েছে।

‘বি’ ইউনিটে ৩০৫টি আসনের মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা -৩, উপজাতি -১সহ), মাইক্রোবায়োলজি বিভাগে ৩০টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১ সহ), ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগে ৩০টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১সহ), অ্যানভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩, উপজাতি-১সহ)।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগে ২৫ (মুক্তিযোদ্ধা-২,উপজাতি-১সহ), অ্যাগ্রিকালচার বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩, উপজাতি-১ সহ), বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ৪০টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১সহ), জুওলজি বিভাগে ৩০টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১সহ) আসন রয়েছে। ‘সি’ ইউনিটে ৯০টি আসনের মধ্যে বিজ্ঞান অনুষদ ভুক্ত ফার্মেসী বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩, উপজাতি-১সহ), ওশানোগ্রাফি ৪০টি (মুক্তিযোদ্ধা-২,উপজাতি-১সহ) আসন রয়েছে।

‘ডি’ ইউনিটে ৩৬৩টি আসনের মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগে ৫টি (মানবিক-৩ ব্যবসায় শিক্ষা-২), কলা ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ইকোনোমিক্স বিভাগে ৪০টি (বিজ্ঞান-৩৪ ব্যবসায় শিক্ষা-৪) ও মুক্তিযোদ্ধা-২টিসহ ,বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগে ২৫টি (বিজ্ঞান-১৯ ব্যবসায় শিক্ষা-০৫)ও মুক্তিযোদ্ধা (বিজ্ঞান)-০১সহ, সমাজবিজ্ঞান বিভাগে-২৫টি (বিজ্ঞান-১৯ ব্যবসায় শিক্ষা-০৪) ও মুক্তিযোদ্ধা-২টি সহ, সমাজকর্ম বিভাগে ৩০টি (বিজ্ঞান-১৯ ব্যবসায় শিক্ষা-০৪) ও মুক্তিযোদ্ধা-২টি সহ, বাংলা বিভাগে ২৫টি (বিজ্ঞান-১৯ ব্যবসায় শিক্ষা-০৪) ও মুক্তিযোদ্ধা-২টিসহ, ইংরেজি বিভাগে ৩০টি (বিজ্ঞান-১৯ ব্যবসায় শিক্ষা-০৯) ও মুক্তিযোদ্ধা-২টিসহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদভুক্ত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ২০টি (বিজ্ঞান-১৩ মানবিক-০৫)ও মুক্তিযোদ্ধা-২টিসহ।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ১৫টি (বিজ্ঞান-০৯ মানবিক-০৫)ও মুক্তিযোদ্ধা-১টিসহ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে ১৫টি (বিজ্ঞান-১০ মানবিক-০৪) ও মুক্তিযোদ্ধা-১টিসহ শিক্ষা অনুষদভুক্ত শিক্ষা বিভাগে ৩৩টি (বিজ্ঞান-২৭ ব্যবসায় শিক্ষা-০৪) ও মুক্তিযোদ্ধা-২টিসহ, শিক্ষা প্রশাসন বিভাগে ৩৫টি (বিজ্ঞান-২৯ ব্যবসায় শিক্ষা-০৪) ও মুক্তিযোদ্ধা-২টিসহ, আইন অনুষদভুক্ত আইন বিভাগে ৩০টি (বিজ্ঞান-১৯ ব্যবসায় শিক্ষা-০৯) ও মুক্তিযোদ্ধা-২টিসহ ও ইনস্টিটিউট অফ ইনফরমেশন সায়েন্সেস (আই আই এস) ভুক্ত ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ৩৫টি (বিজ্ঞান-২৭ ব্যবসায় শিক্ষা-০৬)ও মুক্তিযোদ্ধা-২টিসহ আসন রয়েছে।

‘ই’ ইউনিটে ১৬৭টি আসনের মধ্যে কলা ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ইকোনোমিক্স বিভাগে ১০টি (মুক্তিযোদ্ধা-১, উপজাতি-১সহ), বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগে ২৫টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১সহ), সমাজবিজ্ঞান বিভাগে ২০টি (মুক্তিযোদ্ধা-১, উপজাতি-১সহ), সমাজকর্ম বিভাগে ২০টি (মুক্তিযোদ্ধা-১, উপজাতি-১সহ), বাংলা বিভাগে ২৫টি (মুক্তিযোদ্ধা-১, উপজাতি-১সহ), ইংরেজি বিভাগে ২০টি (মুক্তিযোদ্ধা-১, উপজাতি-১সহ), শিক্ষা অনুষদভুক্ত শিক্ষা বিভাগে ৭টি (মুক্তিযোদ্ধা-১,উপজাতি-১সহ), শিক্ষা প্রশাসন বিভাগে ১৫টি (মুক্তিযোদ্ধা-১,উপজাতি-১সহ), আইন অনুষদভুক্ত আইন বিভাগে ২০টি (মুক্তিযোদ্ধা-১, উপজাতি-১সহ) ও ইনস্টিটিউট অফ ইনফরমেশন সায়েন্সেস (আই আই এস) ভুক্ত ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ৫টি (উপজাতি-১সহ) আসন রয়েছে।

‘এফ’ ইউনিটে ৯০টি আসনের মধ্যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদভুক্ত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ৪০টি (মুক্তিযোদ্ধা-২,উপজাতি-১সহ), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২৫টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১সহ), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে ২৫টি (মুক্তিযোদ্ধা-২,উপজাতি-১ সহ) আসন রয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট (ক্লিক করুন) থেকে জানা যাবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড