• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়েটে ১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াড সম্পন্ন

  চুয়েট প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২২, ১৩:৪১
চুয়েটে ১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াড সম্পন্ন
চুয়েটের স্নাতক গণিত অলিম্পিয়াডে উপস্থিত অতিথিরা (ছবি : অধিকার)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল পর্ব সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম অঞ্চলের ১৬টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

এই অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী মো. সায়েম। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. মোমিনুল ইসলাম এবং মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদ বিন মোস্তফা। উল্লেখ্য যে, এ অলিম্পিয়াডের সেরা ১০ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় এবং পরবর্তীকালে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেবেন।

এ উপলক্ষে শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস ভবনের মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বাংলাদেশ ই-ম্যাথের গবেষক কাজী মো. আবুল বাশার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- চুয়েটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাম্মৎ তাহমিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- গণিত অলিম্পিয়াডের সদস্য সচিব অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। আয়োজনটির সঞ্চালনায় ছিলেন- চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ও সহকারী অধ্যাপক জনাব পারভীন আকতার।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, গণিতের মাধ্যমে পৃথিবীর অনেক জটিল বিষয়ের ব্যাখ্যা জানার সুযোগ হয়। গণিতের যথার্থ ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে আমরা আধুনিক ও উন্নত সভ্যতা পেয়েছি। চতুর্থ শিল্প-বিপ্লবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে বিজ্ঞান ও গণিতে উৎকর্ষ সাধন করতে হবে।

বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় চুয়েটের গণিত বিভাগের আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এবারের গণিত অলিম্পিয়াডের স্পন্সর হিসেবে ছিল- বিএসআরএম, বার্জার পেইন্ট, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এবং সোনালী ব্যাংক লিমিটেড।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড