নিজস্ব প্রতিবেদক
ফল ২০২২ সেশনে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ)। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ অভ্যর্থনা ও নবীনবরণ।
সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল বাশার-এর সভাপতিত্বে অভ্যর্থনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো: ওমর ফারুক, এসইউ’র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর শামীম আরা হাসান, ট্রেজারার প্রফেসর মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো: আলমগীর হোসেন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দিবেন অতিথিরা।
এছাড়াও অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখবেন এসইউ’র ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মীর মেহেদী হাসান টিটু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এসইউ’র রেজিস্ট্রার এস. এম. নূরুল হুদা। অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষনীয় বক্তব্য দিবেন বলে জানা যায়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ তাজবীর সজীবের নির্দেশনায় নাটিকা "আলোকশিখা"। এছাড়াও থাকছে বিতর্ক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড