• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০  |   ৩২ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

বেরোবিতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  পাবনা প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪০
বেরোবিতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বেরোবিতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে (ছবি : অধিকার)

পাবনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে বাংলাদেশের সমাজ, রাজনীতি ও বিশ্বাস নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে একাডেমিক ভবন ৩ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ। এতে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন- উপ উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শান্তনু মজুমদার।

এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করায় বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

শিক্ষাজীবনে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা আগামী দিনে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আয়োজনটিতে উপস্থিত ছিলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম, মো. সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আরিফা সুলতানা, মোছা. রাজিয়া সুলতানাসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড