জবি প্রতিনিধি :
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম কে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসময় পুলিশের কিছু সংখ্যক ছাত্রলীগের মতো আচরণ করছে অভিযোগ করে তাদেরকে পোশাক খুলে রাজপথে আসার আহ্বানও জানানো হয়েছে।
বুধবার ( ৩ আগস্ট) বিকেলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা'র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জবি ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম বলেন, রাষ্ট্রের কিলিংয়ের শিকার নুর আলম হত্যার প্রতিশোধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথেই নেবে এবং হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটা কর্মীও ঘরে ফিরে যাবে না।
জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, পুলিশ যদি ছাত্রলীগের মত আচরন করতে চায়, তাহলে যেই কিছু সংখ্যাক পুলিশ এমন আচরণ করে, তারা পোশাক খুলে যেন রাজপথে আসে। তাহলে ছাত্রদল তাদের প্রতিরোধ করবে, ইনশাআল্লাহ।
এসময় অন্যন্যদের মধ্যে জবি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিনসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড