ইবি প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল সিদ্দিক আরাফাতকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আগামী এক বছরের জন্য এই আংশিক কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি তন্ময় সাহা টনি, মো. আল-মামুন, ফাহিমুর রহমান সেতু, মো. মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মো. মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা, এহসানুল হক ঈশান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, মো. সরোয়ার জাহান শিশির, মো. মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ, মো. হামিদুর রহমান।
এর আগে এক বছর মেয়াদি কমিটি হলেও প্রায় আড়াই বছর পর ২০২১ সালের (৮ ডিসেম্বর) সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি বিলুপ্তির পর ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ওই পদ দুটিতে যারা আগ্রহী তাদের সিভি জমা সংগ্রহ করেন কেন্দ্রীয় কমিটির তিনজন সদস্য। এতে ৫৭ জন নেতা কর্মী সিভি জমা দেন।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড