নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে সর্বশেষ ভর্তি পরীক্ষা আজ। এ বছরের পর থেকে ‘ঘ’ ইউনিট আর থাকছে না।
শনিবার (১১ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।
এবার ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৮ হাজার ৩১ জন। সেই হিসাবে আসনপ্রতি লড়ছেন ৫৮ জন প্রার্থী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টা ১৫ মিনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
‘ঘ’ ইউনিটের পরীক্ষার বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, আমাদের প্রস্তুতি সম্পন্ন। পরীক্ষা ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে।
উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষার মাধ্যমে ৬ হাজার ৩৫ জন শিক্ষার্থী এবার ঢাবিতে ভর্তির সুযোগ পাবেন। এই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। সে হিসাবে সামগ্রিকভাবে প্রতি আসনে লড়ছেন ৪৮ জন।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড