শিক্ষা ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে আজ বৃহস্পতিবার (৯ জুন) ।
বুধবার (৮ জুন) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি মোটামুটি শেষ। আগামীকাল (আজ) ফল প্রকাশ করা যেতে পারে। এজন্য মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফল প্রকাশ হলে প্রার্থীরা প্রথমে মুঠোফোনে এসএমএস পাবেন। এরপর অধিদফতরের ওয়েবসাইটে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে।
জানা গেছে, প্রাথমিকের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা গত ২০ মে ২৯টি জেলায় অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৬৬ হাজার ১০০ জন। আর তৃতীয় ও শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ জুন। এ ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড