শিক্ষা ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে আগামী শুক্রবার। এ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে। এবারের পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে।
রবিবার (১৫ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, দ্বিতীয় ধাপের পরীক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এছাড়া এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগইন করেও প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।
পরীক্ষার দিন প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) শিট পূরণের নির্দেশাবলী ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট ও প্রবেশপত্রে দেওয়া হয়েছে।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড