নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর গ্রীণ রোডে ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ফিট ফর ক্যারিয়ার' বিষয়ক সেমিনার।
ব্যবসায় শিক্ষা অনুষদের আয়োজনে এ সেমিনারের উপলক্ষ্য ছিল কর্মক্ষেত্রে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট এর রিসার্স ফেলো এম আব্দুল্লাহ আল মামুন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, মার্কেটের চাহিদা এখন পরিবর্তন হয়েছে। কর্মক্ষেত্রে যাওয়ার আগে আপনাকে ওই ইন্ডাস্ট্রির ডিমান্ড (চাহিদা) জানতে হবে। সে অনুযায়ী নিজেকে ফিট করতে হবে। এছাড়া নিজেকে বেশি ইংরেজি ভাষায় এবং কম্পিউটারে দক্ষ করে নিতে হবে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার বলেন, তোমাদের ভালো বায়োডাটা (জীবন বৃত্তান্ত) তৈরি করতে হবে। ভাইভা বোর্ডে যাওয়ার আগে তোমাদের যথেষ্ট প্রস্তুতি নিয়ে যেতে হবে। চাকরি করতে গিয়ে অনেক সময় নিজেদের কথাবার্তার কারণেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। শুরুতে অনেক কিছু শেখার থাকে, তা নিজের অবস্থান ঠিক রেখেই করতে হবে।
ট্রেজারার অধ্যাপক মো. আল-আমিন মোল্লা বলেন, সোনারগাঁও ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্ট অনেক এগিয়ে রয়েছে। তোমাদের শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন আবুল কালাম বলেন, দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করার অনুমোদন রয়েছে, তার মধ্যে সোনারগাঁও ইউনিভার্সিটি অন্যতম।
তিনি বলেন, জব মার্কেটে যাওয়ার আগেই অনেক কিছু শিখে নেওয়া উচিত।
আরও পড়ুন: তাদের স্বপ্ন পূরণে তৃপ্তির হাসি বিলিয়ে দেওয়া
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের কো-অর্ডিনেটর মাসুদ রানা। সেমিনারে ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় এম আব্দুল্লাহ আল মামুনকে সম্মাননা প্রদান করা হয়।
ওডি/আজীম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড