• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার বিশ্ববিদ্যালয়ের বাসে চাঁদা দাবি সেই সার্জেন্টের

  জবি প্রতিনিধি

১৪ অক্টোবর ২০১৮, ১২:৫২
পুলিশ সার্জেন্ট
অভিযুক্ত পুলিশ সার্জেন্ট মুহসিউর (ছবি : সংগৃহীত)

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে চাঁদা দাবির অভিযোগ ওঠেছে বিতর্কিত সেই পুলিশ সার্জেন্ট মুহসিউরের বিরুদ্ধে।

রবিবার (১৪ অক্টোবর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্কা-২ গাড়িটি টঙ্গী স্টেশন রোডে ইউটার্ন নেওয়ার সময় সেখানে মুহসিউর চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, চাঁদা ছাড়া গাড়ি ছেড়ে দিতে চাইলে শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ সার্জেন্ট। এ সময় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নামে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন মুহসিউর।’

এক শিক্ষার্থীর কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘একজন পুলিশ সার্জেন্ট বিশ্ববিদ্যালয়ের বাসে চাঁদা দাবি করে। বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পুলিশের মানবতা কতটা নীচে নেমে গেছে কল্পনা করা যায় না।’

উল্লেখ্য, চট্রগামে গত ৮ জুন সাংবাদিক পিটিয়ে আলোচিত হয়েছিলেন এই পুলিশ সার্জেন্ট মুহসিউর।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড