আবু সাঈদ জনি, বেরোবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয় সংকট নয় বরং প্যান্ডামিকের অনিবার্য ফলাফলে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি সংকট হতে পারে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।
বুধবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
বেরোবি উপ-উপাচার্য বলেন, শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কা করছেন। এ ছাড়া আর্থ-সামাজিক সংকটের কারণে এ বছর নারী শিক্ষার্থী কম ভর্তি হবে।
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম মেধাক্রমের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা রয়েছে ৮১ দশমিক ৮ শতাংশ। গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মিজানুর রহমান এই তথ্য জানিয়েছেন।
ড. মিজানুর রহমান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেরিট লিস্ট থেকে ১ হাজার ৩৯৫টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন মাত্র ২৫৪ শিক্ষার্থী। এরমধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৭০৭টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৯২ জন। এ ছাড়া ‘বি’ ইউনিটে (মানবিক শাখা) ৩৬২টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১০৮ জন। অন্যদিকে ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা শাখা) ৩২৬টি আসনের বিপরীতে মাত্র ৫৪ জন ভর্তি হয়েছেন।
আরও পড়ুন : নন ক্যাডারে মৎস্যবিজ্ঞানে স্নাতকদের আবেদনের সুযোগ দাবিতে বশেফমুবিপ্রবিতে মানববন্ধন
বেশি আসন ফাঁকা থাকার কারণ হিসেবে তিনি বলেন, এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীরা বুঝে উঠতে পারছে না কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ভালো হবে। তাছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের (ঢাবি, বুয়েট, জাবি, রাবি, চবি) ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থী ভর্তি হওয়ায় গুচ্ছ ভর্তিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম মেরিট লিস্টে অনেক আসনই ফাঁকা থাকছে।
ওডি/নিলয়
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড