• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাপ্তাহিক ক্যাম্পাস নিউজের শুভযাত্রা

  নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর ২০২১, ১৭:২০
ক্যাম্পাস নিউজ
রাজধানীর পান্থপথে নিজস্ব কার্যালয়ে যাত্রা শুরু করে ক্যাম্পাস নিউজ (ছবি: সংগৃহীত)

যাত্রা শুরু করেছে সাপ্তাহিক পত্রিকা ক্যাম্পাস নিউজ।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে নিজস্ব কার্যালয়ে সীমিত পরিসরে পত্রিকাটির যাত্রা শুরু হয়।

শিক্ষাভিত্তিক সাপ্তাহিক এ পত্রিকার শুভ সূচনা করেন সাহিত্যিক ও দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এবং সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ।

ক্যাম্পাস নিউজের এ যাত্রা শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের কল্যাণে আসবে এমন প্রত্যাশা করে আনিসুল হক বলেন, ‘শিক্ষাক্ষেত্রে সঙ্গতি ও অসঙ্গতি ফুটে উঠবে ক্যাম্পাস নিউজে।’

ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ বলেন, ‘শিক্ষার মান উন্নয়ন নিয়ে কথা বলবে ক্যাম্পাস নিউজ।’ অপরদিকে শিক্ষাক্ষেত্রে অসঙ্গতি তুলে ধরবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় ক্যাম্পাস নিউজকে সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান জানান তিনি।

ক্যাম্পাস নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক নাহিদ হাসান বলেন, ‘শিক্ষা সভ্যতার অগ্রযাত্রার মূল উপাদান। ক্যাম্পাস নিউজ রাষ্ট্রের ভবিষ্যত কর্ণধার শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে আপসহীনভাবে কাজ করে যাবে।’

এসময় ক্যাম্পাস নিউজের নির্বাহী সম্পাদক মাহমুদ কবীর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, ক্যাম্পাস নিউজ শিক্ষাঙ্গন ও ক্যারিয়ার বিষয়ক সংবাদ প্রকাশ করবে।

আরও পড়ুন: যানজটে বছরে ক্ষতি জিডিপির আড়াই শতাংশ

আয়োজনে—সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আল-আমিন মোল্লা, রেজিস্ট্রার এস এম নূরুল হুদা, ব্যবসায় অনুষদের ডিন আবুল কালাম, দৈনিক অধিকারের সম্পাদক মো. তাজবীর হোসাইন ও শিক্ষা বিটের বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ওডি/আজীম

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড