• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়কে 'প্রতিনিয়ত' শিক্ষার্থী মৃত্যু : পুরান ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

  রিয়াজুল ইসলাম, জবি প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২১, ১৫:৩৩
শিক্ষার্থী
আন্দোলনরত শিক্ষার্থীরা (ছবি : অধিকার)

সড়কে একের পর এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রায় সাহেব বাজার মোড় থেকে জেলা প্রশাসনের কার্যালয় পর্যন্ত এ বিক্ষোভ ও অবরোধ করেন তারা।

এ সময় রাস্তায় চলমান গাড়ি থামিয়ে লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স চেক করেন তারা। যার ফলে সদরঘাটগামী রায়সাহেব বাজার মোড় সংলগ্ন রাস্তাতে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে আন্দোলন আজকের মত স্থগিত করেন।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী তানজিম বলেন, প্রতিদিন আমাদের কারো না কারো ভাই বা বোন সড়কে একের পর এক প্রাণ হারাচ্ছে। আমরা এভাবে চলতে দিতে পারি না, আমাদের সোচ্চার হওয়া প্রয়োজন এখনই। আমরা শিগগিরই নতুন কর্মপরিকল্পনা করে পুনরায় সুবিচার ও সঠিক সড়ক আইন বাস্তবায়নের জন্য আন্দোলনে নামব।

আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ওডি/নিমি

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড