• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাঙ্গেরিতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল তিন বাংলাদেশি শিক্ষার্থী 

  হাঙ্গেরি থেকে নিয়ামত আলী

৩১ অক্টোবর ২০২১, ২০:৩০
শিক্ষার্থী
এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাওয়া তিন বাংলাদেশি শিক্ষার্থী (ছবি: সংগৃহীত)

হাঙ্গেরিতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তিন বাংলাদেশি শিক্ষার্থী। তাদের মধ্যে দুই জন স্নাতক ও এক জন স্নাতকোত্তর শ্রেণীর। তিন শিক্ষার্থী হলেন- আমিনুল ইসলাম সাদি, সাদন মোহাম্মাদ ও সামীন ইয়াসির।

চলতি মাসের ২৬ অক্টোবর দেশটির সরকার, পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড প্রদান করে।

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ভাল ফলাফলের পাশাপাশি হাঙ্গেরিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিবেশ সৃষ্টিতে তাদের ভূমিকার স্কীকৃতি স্বরুপ এ পুরস্কার দেওয়া হয়।

ঢাকার রাজুক উত্তর মডেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ২০২০ সালে হাঙ্গেরি সরকারের বৃত্তি পেয়ে বুদাপেস্ট যান সাদন মোহাম্মাদ। শহরের কাছে হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল এন্ড লাইফ সায়েন্সে স্নাতক শুরু করেন। স্বল্পভাষী মিশুক সাদন এতো মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মেন্টর হিসেবে কাজ শুরু করেছেন।

এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি সম্পর্কে জানতে চাইলে বলেন, এই পুরষ্কার অর্জনের পেছনে বড় কারণ হচ্ছে আমার সিজিপিএ ভালো। পাশাপাশি আমি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের একজন মেন্টর। দুইটি এগিয়ে থাকা ও সর্বোপরি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিউনিটি বিস্তারে আমি সাহায্য করেছি।

সামীন ইয়াসির স্নাতক তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন দানিউবের তীরে বুদাপেস্ট ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড ইকোনোমিকসে। সদা পড়াশোনায় ব্যস্ত সামীন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে একটি পরিচিত নাম। ভাল ফলাফল তার এক্সিলেন্স এওয়ার্ড প্রাপ্তিতে বড় ভূমিকা রেখেছে বলেছে প্রতিবেদককে সে জানিয়েছে। সামীন তার অর্জন সম্পর্কে জানিয়েছেন যে, এই পুরষ্কার তার শিক্ষা জীবনের জন্য এক অনন্য কৃতিত্ব। আমিনুল ইসলাম সাদি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ২০২০ সালে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি পেয়ে হাঙ্গেরিতে পাড়ি জমান। হাঙ্গেরির ডেব্রেসেন শহরের বিশ্ববিদ্যালয় থেকে এই বছর স্নাতকোত্তর সম্পন্ন করেন খাদ্য নিরাপত্তা ও গুনগত মান বিষয়ে। এক্সিলেন্স এওয়ার্ড পুরষ্কার প্রাপ্তিতে সাদি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দিতে এসে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম ব্যবস্থাপনা কমিটির সচিব ড. ওরসোল্যো প্যাকসে বলেন, হাঙ্গেরি সরকার বুঝতে পেরেছে, বৈশ্বিক পরিবর্তনের হাত ধরে আমাদেরকেও সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সে লক্ষ্যে হাঙ্গেরি সরকার বিশ্বের মেধাবীদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে। আপনারা হচ্ছেন ৫০ হাজার আবেদনকারী থেকে নির্বাচিত অংশ যারা বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন পড়াশোনা ও আমাদের কার্যক্রমে সাহায্য করে যাচ্ছেন। আপনাদের অংশগ্রহণের স্কীকৃতি স্বরুপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: এক দিনে করোনা শনাক্তের হার ১ দশমিক ২২

প্রসঙ্গত, উচ্চশিক্ষায় ইউরোপের দেশগুলোর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ২০১৭ সাল থেকে থেকে হাঙ্গেরি সরকার দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় হাঙ্গেরি সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ১০০টিরও বেশি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম নামক বৃত্তি দিয়ে আসছে। সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য প্রায় ১০০ জন শিক্ষার্থী এখন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টসহ অন্যান্য শহরে অবস্থান করছে।

ওডি/আজীম

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড