• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বসেরা গবেষক তালিকায় হাবিপ্রবির ১৩ শিক্ষক

  মাসুদ রানা, হাবিপ্রবি প্রতিনিধি

১১ অক্টোবর ২০২১, ২০:০৫
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) (ছবি : সংগৃহীত)

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় চলতি বছর স্থান পেয়েছেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) ১৩ জন শিক্ষক ।

রবিবার (১০অক্টোবর) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, তালিকায় বিশ্বের সাত লাখ আট হাজার ৪৮০ জন গবেষক ঠাই পেয়েছেন। যেখানে বাংলাদেশের রয়েছেন এক হাজার ৭৯১ জন।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের এ তালিকায় ১২ ক্যাটাগরিতে সকল গবেষকদের ভাগ করা হয়েছে। তালিকায় হাবিপ্রবির সেরা ৫ গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন একোয়াটিক ইকোলোজি এন্ড ফিস বায়োলোজি ক্যাটাগরিতে ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আফজাল হোসেন।

দ্বিতীয় স্থানে রয়েছেন ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ক্যাটাগরিতে ফুড প্রেসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মারুফ আহমেদ।

তৃতীয় স্থানে এনিমেল প্রডাকশন ক্যাটাগরিতে জেনারেল এ্যানিমেল সাইন্স এন্ড নিউট্রিসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.উম্মে ছালমা এবং একই ক্যাটাগরিতে চতুর্থ স্থানে রয়েছেন জেনেটিক্স এন্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল গাফফার মিয়া। ৫ম স্থানে রয়েছেন এনজাইমোলোজি,মাইক্রোবাইলোজি এন্ড মলিকুলার জেনেটিক্স ক্যাটাগরিতে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুল হক।

এছাড়াও গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছেন ক্রোপ ফিজিলিওজি এন্ড ইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. রবিউল ইসলাম, ৭ম স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.আবু সাঈদ, ৮ম স্থানে রয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকার। ৯ম অবস্থানে রয়েছেন প্লান্ট প্যাথলোজি বিভাগের অধ্যাপক ড.মো.মহিদুল ইসলাম।

১০ম অবস্থানে জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, ১১ তম স্থানে একই বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান, ১২ তম স্থানে রয়েছেন ফিসারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো. ফেরদৌস মেহেবুব।

এবং ডাটা সাইন্স, মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: নাদিম।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

ওডি/এসএস/নিমি

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড