• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বিশেষ পরীক্ষা’ নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

  শিক্ষা ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৪
জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

কোভিড পরিস্থিতি বিবেচনায় ২০১৯ খ্রিষ্টাব্দের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন তাদের জন্য আগামী নভেম্বর মাসে ‘বিশেষ পরীক্ষার’ ব্যবস্থা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন পরীক্ষার প্রকাশিত ফলের অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া অনার্স প্রথম বর্ষে দেশব্যাপী ভর্তি হওয়া চার লাখ নবীন শিক্ষার্থীকে ওরিয়েন্টেশন দেওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বছর ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনার্স প্রথম বর্ষে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।। এর পাশাপাশি শিক্ষার্থীদের করোনাকালীন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা এবং স্বাস্থ্যবিধি মেনে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ে নিজ নিজ কলেজে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : প্রকাশ হলো এসএসসির রুটিন

সভায় অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্তসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে দ্রুত টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেসঙ্গে, করোনার কারণে যেসব শিক্ষার্থীর মনোবল ভেঙে পড়েছে, তাদের মনোবল ধরে রেখে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি কাটিয়ে উঠার জন্য নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালু রাখার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

ওডি/নিমি

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড