• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও হবে সপ্তাহ দুই দিন

  শিক্ষা ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫
ক্লাস
পর্যায়ক্রমে বাড়ছে ক্লাস সংখ্যা (ছবি : দৈনিক অধিকার)

আগামী সপ্তাহ থেকে প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহ দুই দিন করে হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান। বর্তমানে এসব শ্রেণিতে এক দিন করে ক্লাস হচ্ছে।

এ বিষয়ে অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, আদেশ দিয়ে বিষয়টি জানানো হবে।

এর আগে, গত সোমবার বাড়ানো হয় মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস। ওই দুই শ্রেণির ক্লাসও সপ্তাহে এক দিন থেকে দুই দিন করা হয়। এবার সে তালিকায় যুক্ত হলো তৃতীয় ও চতুর্থ শ্রেণি।

আরও পড়ুন : প্রাথমিকের শিক্ষকদের জন্য ডিপিই’র ১১ নির্দেশনা

উল্লেখ্য, দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে চলতি বছরের ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে। আর অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিন করে হয়ে এলেও এখন তা পর্যায়ক্রমে বাড়ছে।

ওডি/নিমি

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড