• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিকে অনুপস্থিত সাড়ে ৪৮ লাখ শিক্ষার্থী

  শিক্ষা ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৫
প্রাথমিক
প্রাথমিকের শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিকে শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য পাঠাতে বলা হয়েছিল শিক্ষা অধিদফতরে। প্রথম সপ্তাহের পাঠানো তথ্য অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশের বেশি। সংখ্যার হিসাবে যা ৪৮ লাখেরও বেশি।

এ বিষয়ে ডিপিই সূত্রে জানা যায়, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৬টি। গত বছরের হিসেব অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৫৮ জন। সংখ্যার হিসাব অনুযায়ী এর ২০ শতাংশ হলো ৪৮ লাখ ৩৫ হাজার ৫৭৮ জন।

গত ১৪ সেপ্টেম্বর দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৭৩ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল। এর মধ্যে ঢাকা বিভাগে ৭০ দশমিক ২৭ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ৬৪ দশমিক ৫১ শতাংশ, চট্টগ্রামে ৭১ দশমিক ৩৫ শতাংশ, খুলনায় ৮১ দশমিক ৪৬ শতাংশ, সিলেটে ৬৮ দশমিক ৩৯ শতাংশ, বরিশালে ৭৬ দশমিক ২৯ শতাংশ, রাজশাহীতে ৭৬ দশমিক ৫৩ শতাংশ ও রংপুর বিভাগে ৭৬ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুপস্থিত শিক্ষার্থীদের বেশিরভাগের অভিভাবকই গ্রেমে চলে গেছে। তারা আর ফিরতে চান না। বিশেষত, জেলা শহরগুলো থেকে চলে যাওয়া শিক্ষার্থীরা বিদ্যালয়ে আর ফিরে আসবে না।

দেশের সব প্রাথমিকেই অনুপস্থিতির সংখ্যা ২০ শতাংশ কিংবা তার একটু বেশি। বিষয়টি উদ্বেগজনক মনে করছেন উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ। তারা নানাভাবে এসব শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরানোর চেষ্টা করছেন। তবে আর্থিক সংকট, আয়-রোজগার কমে যাওয়া, কর্মসংস্থানের অভাবসহ নানা কারণে শিশুদের বিদ্যালয়ে ফেরানো কঠিন।

ওডি/নিমি

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড