• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এ বছরেই প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

  নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৬
শিক্ষক নিয়োগ পরীক্ষা
ফাইল ছবি

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা। তবে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকলে চলতি বছরেই এ পরীক্ষা শুরু করতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। জাতীয় পরামর্শক কমিটির মতামত নিয়ে ধাপে ধাপে নিয়োগ পরীক্ষা শুরু করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মাধ্যম।

ডিপিই সূত্র জানায়, দীর্ঘ ১৭ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায়, প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। ইতোমধ্যে নিয়োগের আবেদন কার্যক্রম শেষে তা যাচাই-বাছাই কাজ শেষ হয়েছে। চলছে প্রশ্নপত্র তৈরি, ওএমআর (উত্তরপত্র) তৈরির কাজ। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বড় নিয়োগ পরীক্ষা শুরু হলে ডিপিইও শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করতে চায়।

এ বিষয়ে ডিপিইর মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুর আলম বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। ১৩ লাখের বেশি প্রার্থী এ নিয়োগের জন্য আবেদন করেছেন। আমরা পরীক্ষার আয়োজনের জন্য প্রস্তুত আছি, করোনা সংক্রমণ আর না বাড়লে এ বছরই পরীক্ষা শুরু করতে চাই।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি শেষ করেও করোনা পরিস্থিতির কারণে লিখিত পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই আমরা এ নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজন করতে চাই।

আরও পড়ুন : এনআইডি বিহীন শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের তথ্য চেয়েছে জাবি

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশে ৩২ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। এর মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৫ হাজার ৬৩০ জন। বাকিগুলো শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

ওডি/নিমি

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড