• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুচ্ছের তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন বিজ্ঞানের শিক্ষার্থীরা

  শিক্ষা ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৭
গুচ্ছ ভর্তি পরীক্ষা
২০ পাবলিক বিশ্ববিদ্যালয় (লোগো)

২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীরা এবার তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন। বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। দ্বিতীয় ধাপে আশানুরূপ আবেদন না হওয়ায় প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন।

প্রথম ধাপে ২০২০-২১ স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪টি। এর মধ্যে বিজ্ঞানের জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৯৬০টি, মানবিকের ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যের ৩৩ হাজার ৪৩৭টি। চূড়ান্ত আবেদনে মোট তিন ইউনিটের প্রায় ৯৪ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করেনি।

দ্বিতীয় ধাপের আবেদনে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী সুযোগ পেলেও বঞ্চিত হয়েছেন ৩৪ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে মেধা তালিকায় শুরুর দিকে থাকা শিক্ষার্থীরাই এবার সুযোগ পাবেন তৃতীয় ধাপে চূড়ান্ত আবেদনের।

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জানান, প্রথম ধাপের চূড়ান্ত আবেদনে যেমন সাড়া পাওয়া গেছে, দ্বিতীয় ধাপেও একইরকম সাড়া পাওয়া গেছে। শিক্ষার্থীরা আবেদন করছে না।

উল্লেখ্য গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন। বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ শিক্ষার্থী।

আরও পড়ুন : বাঁচতে চায় রক্তযোদ্ধা প্রান্ত

আবেদনকারীদের মধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগের সকলেই চূড়ান্ত আবেদনে অংশ নিতে পারলেও বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবে বলে জানানো হয়েছিল। গত ২৫ আগস্ট চূড়ান্ত আবেদনের ফল প্রকাশ করা হয়।

ওডি/নিমি

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড