• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চায় মাউশি

  শিক্ষা ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৫
মাউশি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) লোগো। ছবি : সংগৃহীত

মহামারির সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বুধবার (৮ সেপ্টেম্বর) এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়, বর্তমানে কোনো উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্যাকবলিত হয়ে থাকলে তার তথ্য মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের ই-মেইলে ([email protected]) পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

মাউশির ওই নোটিশে বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও মোট শিক্ষার্থীর তথ্য ছক আকারে পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন : ঢাকা কলেজে করোনা প্রতিরোধক বুথ স্থাপন

উল্লেখ্য, দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১৩ জেলায় বন্যা দেখা দেওয়ায় সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাওয়ায় সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাদান চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ওডি/আইএইচএন

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড