• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরকৃবিতে এপিএ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  হাবিবুর রহমান, গাজীপুর

০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫
বশেমুরকৃবি
বশেমুরকৃবিতে আয়োজিত কর্মশালার একটি মুহূর্ত। ছবি : দৈনিক অধিকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক প্রশিক্ষণ ও আন্তঃচুক্তি স্বাক্ষর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল সেমিনার কক্ষে কর্মশালাটির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যকালে তিনি বলেন, জবাবদিহিতায় সকল কাজের লক্ষ্য নির্ধারণ ও এর সফল বাস্তবায়নের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়ন দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি কর্মশালার সফলতা কামনা করেন ও এপিএ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের সহযোগিতার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।

আরও পড়ুন : সংক্রমণ রোধে কুবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

বশেমুরকৃবির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম ময়নুল হকের সভাপতিত্বে আয়োজিত ওই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো. আবিয়ার রহমান। এ ছাড়া স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার।

বশেমুরকৃবির সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, প্রক্টর, প্রভোস্টবৃন্দ ও শাখা প্রধানগণ ওই কর্মশালায় অংশগ্রহণ করেন।

ওডি/আইএইচএন

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড