• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে ৬ কারণে লাল তালিকাভুক্ত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

  শিক্ষা ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৪
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (লোগো)

নির্ধারিত মানদণ্ডে ত্রুটি রয়েছে এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে থাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও দেওয়া হয় সতর্কতা। বছরের বিভিন্ন সময়ে, বিশেষত ভর্তির মওসুমে এ ধরনের তালিকা হালনাগাদের কাজ করে থাকে সংস্থাটি।

ইউজিসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৬ কারণে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে লাল তালিকাভুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া, অননুমোদিত প্রোগ্রাম পরিচালনা ও মালিকানা নিয়ে দ্বন্দ্বের মতো কারণ।

কারণগুলো উল্লেখ করে সম্প্রতি একটি স্মারক প্রকাশ করে তার অনুলিপি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে ইউজিসি। কমিশন সূত্রে জানা যায়, তাদের প্রদত্ত নির্দেশনা ব্যত্যয়কারী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নামের পাশে লাল তারকা চিহ্ন প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

লাল তালিকাভুক্ত হওয়ার ৬টি কারণ-

১) কমিশন অননুমোদিত প্রোগ্রাম/কোর্স পরিচালনা করলে;

২) কমিশন অননুমোদিত ভবন/ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করলে;

৩) ট্রাস্টি বোর্ডের সদস্যদের মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বের প্রেক্ষিতে মামলা থাকলে;

৪) কমিশন অনুমোদিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করলে;

৫) ৬ মাসের অধিক সময়ের জন্য রাষ্ট্রপতি ও আচার্য কর্তৃক নিযুক্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ না থাকলে;

৬) সর্বশেষ ২ বছর আইনের ৪৫ ধারা মোতাবেক পরবর্তী আর্থিক বৎসরের ৩১ মার্চের মধ্যে সরকার কর্তৃক মনোনীত অডিট ফার্ম কর্তৃক নিরীক্ষিত প্রতিবেদন কমিশনে প্রেরণ না করলে।

ওডি/নিমি

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড