• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশের রেকর্ড

  শিক্ষা ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭
শিক্ষাপ্রতিষ্ঠান
ছবি : প্রতীকী

করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বাংলাদেশের। এদিকে, এতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার রাখায় রেকর্ড গড়েছে দেশ।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো তাদের করা হিসাবের বরাতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, ২০২০ সালের মার্চ থেকে সবচেয়ে বেশি সময় বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। গত ফেব্রুয়ারিতে বিশ্বের ৫৩ শতাংশ দেশ সম্পূর্ণরূপে স্কুল খোলার সিদ্ধান্ত নিলেও টানা ৬১ সপ্তাহ বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি বাংলাদেশে।

গত বছরের ১৭ মার্চ করোনার সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। এরপর গত ৩০ আগস্ট পর্যন্ত টানা ৭৬ সপ্তাহ পার হলেও খোলেনি তা। সাধারণ বর্ষপঞ্জিকার মাধ্যমে ৩০ আগস্টের হিসাবে ইউনেসকো জানিয়েছে, ৬১ সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সব দেশকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান বাংলাদেশের।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভেনিজুয়েলা। দেশটিতেও ৬১ সপ্তাহ ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এছাড়া, হন্ডুরাসে ৫৯ সপ্তাহ, কুয়েতে ৫৭ সপ্তাহ, পানামায় ৫৫ সপ্তাহ এবং মেক্সিকো ৫৩ সপ্তাহ ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

ইউনেসকোর তথ্য অনুযায়ী, উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র মহামারি চলাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান আংশিকভাবে খোলা রেখেছে। অন্যদিকে, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর হার নিয়ে ব্রাজিল সম্পূর্ণভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছিল ৩৮ সপ্তাহ।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানকে মানতে হবে ১৯ গাইডলাইন

বাংলাদেশ সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা রয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ছুটি আর বাড়ছে না।

ওডি/নিমি

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড