শিক্ষা ডেস্ক
কঠোর বিধিনিষেধের মাঝে চলমান এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এরই ধারাবাহিকতায় লকডাউন শেষে এই সময় বাড়ানোর ঘোষণা করা হবে বলে জানা গেছে।
গত ১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। যা আগামীকাল ৭ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। তবে গত সোমবার (৫ এপ্রিল) থেকেই সারাদেশে লকডাউন শুরু হওয়ায় ফরম পূরণের সময় বাড়ছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
আরও পড়ুন : করোনার উপসর্গে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
তিনি বলেন, লকডাউনের কারণে কেউ যাতে সমস্যায় না পড়ে, সেটি বিবেচনা করেই সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সময় বাড়ানো হলেও শিক্ষার্থীদের বিলম্ব ফি দিতে হবে না। নির্ধারিত ফি দিয়েই ফরম পূরণ করা যাবে।
ওডি/আইএইচএন
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড