ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি ও অসুদুপায় অবলম্বন করে ভর্তি হওয়া সাত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
সোমবার (১ মার্চ) অনুষ্ঠিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। এবং জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ছাড়াও একাডেমিক পরীক্ষায় অবৈধ পন্থা অবলম্বনের দায়ে অধিভুক্ত সাত কলেজের ৫ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী, এই ১২ জন শিক্ষার্থীকে স্থায়ী ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে, ১১ ফেব্রুয়ারি শৃঙ্খলা পরিষদের সভায় তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এখন পর্যন্ত মোট ১৫১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। ২০১৭ সালের ১৯ অক্টোবর ভর্তি জালিয়াতি সংক্রান্ত প্রথম মামলা হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড