ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর পদে পরিবর্তন আনা হয়েছে। পূর্বের সহকারী প্রক্টরদের অব্যাহতি দিয়ে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘পূর্বের সহকারী প্রক্টর হিসাবে নিয়োগপ্রাপ্ত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সাদাতকে ২২ ফেব্রুয়ারি হতে অব্যাহতি দিয়ে তদস্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুর্শিদ আলম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেনকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এই পদে তারা দায়িত্ব পালন করবেন।’
এছাড়াও অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নতুন দায়িত্বপ্রাপ্তরা নিয়ম অনুযায়ী সুবিধাদি পাবেন বলে জানা গেছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড