মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সকল বিভাগের চলমান ও অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) কোভিড ১৯ ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের ৪৫তম অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে বিজ্ঞপ্তিতে আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়ের হল এবং ২৪ মে পাঠদান কার্যক্রম শুরু হওয়ার কথা উল্লেখ করলেও চলমান ও অনুষ্ঠিতব্য পরীক্ষা কবে নাগাদ শুরু হবে তা স্পষ্ট করে বলা হয়নি।
আরও পড়ুন : শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি শিক্ষার্থীদের
উল্লেখ্য, রবিবার শিক্ষামন্ত্রীর বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে এরই মধ্যে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় একই সিদ্ধান্তে উপনীত হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড