কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কেক কেটে রবার্ট ব্যাডেন পাওয়েলের জন্মদিন উদযাপন করেন রোভার স্কাউটস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের লিডার ও নেতৃবৃন্দরা।
এ সময় রোভার স্কাউট লিডার ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন বলেন, পরিবেশ পরিস্থিতি যদি স্বাভাবিক থাকত তাহলে এ দিনটি আমরা আরও সাড়ম্বরে পালন করতাম। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটি সম্ভব হয়নি। বর্তমানে সব অনুষ্ঠানে আমরা স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আয়োজন করছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পুনরায় কাজের গতি ফিরিয়ে আনব।
আরও পড়ুন : রেকর্ড গড়লেন ইবি উপ-উপাচার্য
এ সময় গার্লস ইন রোভার ইউনিটের কুবি শাখার লিডার ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, রবার্ট ব্যাডেনের জন্মবার্ষিকী আমাদের জন্য অনুপ্রেরণা। আমারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট প্রথম থেকে বিভিন্ন কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আসছি। সামনেও সেটি অব্যাহত থাকবে। পাশাপাশি রোভার স্কাউটসের কার্যক্রমকে আরও সামনে এগিয়ে নিতে আমরা সচেষ্ট থাকব।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড