ক্যাম্পাস ডেস্ক
জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পর এবার আবাসিক হল খোলার আন্দোলন ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। ঢাবির হল ও ক্যাম্পাস খোলার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল এবং অমর একুশে হলের ভেতরে অবস্থান করছেন শিক্ষার্থীরা।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদুল্লাহ্ হলের মূল ভবনের ফলকে তালা ছাড়া আটকানো শিকল খুলে ভেতরে প্রবেশ করেন তারা।
এ সময় প্রশাসন কর্তৃক কোনো বাধার সম্মুখীন হতে হয়নি শিক্ষার্থীদের। একই সময় অর্ধ শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।
শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীরা জানান, হলে উঠতে আমাদের তেমন কোনো বেগ পেতে হয়নি। হল গেইটের তালা আগেই খোলা ছিল। আমরা শুধু বড় গেইটের তালা ছাড়া আটকানো শিকল খুলে ভেতরে প্রবেশ করি।
শিক্ষার্থীরা আরও জানান, প্রায় এক বছর ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ। আমরা বাড়িতে থেকে বিরক্ত হয়ে গেছি। এখন জোর করে হলে উঠে গেছি। এখন হলেই অবস্থান করব।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাতে জাবির পার্শ্ববর্তী গেরুয়া গ্রামে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা। ওই ঘটনায় জাবির অন্তত ৩৭ জন শিক্ষার্থী আহত হন।
আরও পড়ুন : নির্দেশ অমান্য করে হলেই অবস্থান শিক্ষার্থীদের, বৈঠকে জাবি প্রশাসন
পরে হামলার ঘটনার সুষ্ঠু বিচারের পাশাপাশি হল খোলার দাবিতে আন্দোলনে নামেন জাবি শিক্ষার্থীরা। একই দাবিতে পরবর্তীকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (শাবিপ্রবি) বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল খোলার দাবিতে আন্দোলন করেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড