ঢাকা কলেজ প্রতিনিধি
১৯৫২ সালে মায়ের ভাষার মর্যাদা রাখতে নিজেদের জীবন উৎসর্গকারী মহান ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ এর ঢাকা কলেজ শাখা।
রবিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ এই সন্তানদের স্মরণ করে বন্ধুমঞ্চের ঢাকা কলেজ শাখার নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে বন্ধুমঞ্চের ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান তামিম, সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ সুমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রশান্ত চৌহান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. বেলাল হোসাইন পাটোয়ারীসহ, কার্যনির্বাহী সদস্য আল আমীন, সজিব খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান তামিম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সূর্য সন্তানদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ মায়ের ভাষায় কথা বলতে পারি। সেদিন তারা যদি এই অন্যায়ের প্রতিবাদ না করতেন তবে আজ হয়তো মাতৃভাষায় কথা বলতে পারতাম না।
আরও পড়ুন : রক্তের জোয়ারে ভাষার অধিকার ছিনিয়ে আনার দিন আজ
সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ সুমন বলেন, আমাদের পূর্বপুরুষরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন। নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দেওয়ার মাধ্যমে কীভাবে সত্যকে প্রতিষ্ঠা করতে হয় সে পথ দেখিয়েছেন। আমরা স্বপ্ন দেখি একটি উজ্জ্বল সমৃদ্ধ বাংলাদেশের। সেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যদি আমাদেরও জীবন উৎসর্গ করতে হয় তবে আমরাও পিছপা হবো না।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড