বেরোবি প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় বেরোবিসাসের সহ-সভাপতি রাব্বি হাসান সবুজ, কোষাধ্যক্ষ ইসমাইল রিফাত, সদস্য সৌম্য সরকার, প্রচার সম্পাদক আদিব হোসাইন, কার্যকরী সদস্য রুদ্র মাহমুদ জয়, সদস্য শিপন তালুকদার, কার্যকরী সদস্য আবু সাঈদ জনি, নাহিদুজ্জানমান নাহিদ, কামরুজ্জামান হিমেল, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি পালন উপলক্ষে ভাষা আন্দোলনসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রলীগের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণসহ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ দিকে, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও হল প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
আরও পড়ুন : যথাযথ মর্যাদায় বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
অন্যদিকে ভাষা শহীদদের ইতিহাস-ঐতিহ্য ও তাৎপর্য নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড