ইবি প্রতিনিধি
হল খোলার দাবিতে বিক্ষোভ মিছিলসহ উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, যদি শিক্ষকরা ক্যাম্পাসের ভেতরে থাকতে পারে তাহলে ছাত্ররা কেন হলের ভেতরে থাকতে পারবে না? হল বন্ধ থাকাতে আমাদের ছাত্রীদের মেসে থাকতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। সবকিছুই যেখানে স্বাভাবিকভাবে চলছে সেখানে করোনা কী শুধু হলের মধ্যেই?
শিক্ষার্থীরা বলেন, আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে সেটি হলের ভেতরে থাকলে কখনোই ঘটতো না। তাই আজকে আমরা এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই আপনারা দ্রুত সময়ের মধ্যে হলসমূহ খুলে দিন।
এর আগে ‘আমার হল বন্ধ কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক দফা এক দাবি, আজকে হল খুলে দিবি’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘ছাত্র কেন বাহিরে, শিক্ষকরা কেন ভিতরে? প্রশাসন জবাব চাই’- এমন নানা স্লোগানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল করে তুলে।
আরও পড়ুন : গভীর শ্রদ্ধায় মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন দৈনিক অধিকারকে বলেন, এই মুহূর্তে সরকারের পরিকল্পনার বাইরে বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো পরিকল্পনা নেই। কাল রাতে শিক্ষামন্ত্রী মহোদয় সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে কথা বলেছেন, উনি সিন্ধান্ত জানাবেন। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড