ইবি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন কেন নির্বিকার! সাধারণ শিক্ষার্থীরাই যদি নিরাপদ না হয় তাহলে সাধারণ নাগরিকরা কীভাবে নিরাপদ থাকবে তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে।
তারা বলেন, ‘'বিশ্ববিদ্যালয়ের হলগুলো যদি খোলা থাকত তাহলে দুষ্কৃতিকারীরা পার পেয়ে যেত না, ছাত্ররা আন্দোলন করার সুযোগ পেত। বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা রেখে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুন।’
আরও পড়ুন : কুবিতে আইকিউএসির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড