শিক্ষা ডেস্ক
নটর ডেম আবৃত্তি দল আয়োজিত 'বিংশতিতম জাতীয় বাকশিল্পোৎসব, অরুণিম' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) এর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নটর ডেম আবৃত্তি দল আয়োজিত মাসব্যাপী এই বাকশিল্পোৎসবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এই বাকশিল্পোৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, দৈনিক অধিকারের সম্পাদক ও সিইও তাজবীর হোসাইন সজীব এবং নটর ডেম আবৃত্তিদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এহতেশামুল হক, নটর ডেম আবৃত্তিদলের প্রতিষ্ঠাকালীন সম্পাদক ডা. জসিম উদ্দিন এবং নটর ডেম আবৃত্তিদলের মডারেটর ও নটর ডেম কলেজের বাংলা বিভাগের প্রধান মিসেস মারলিন ক্লারা পিনেরু।
আয়োজিত এ অনুষ্ঠানে প্রিন্ট ও অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ছিল 'দৈনিক অধিকার।'
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড