• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিতুমীর কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  তিতুমীর প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২০, ০৯:১০
বিক্ষোভ মিছিল
তিতুমীর কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল (ছবি : দৈনিক অধিকার)

পুরান ঢাকার বংশাল এলাকার মোগলটুলীতে জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদের পাশাপাশি নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তিতুমীর কলেজ শাখার নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিতুমীর কলেজের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

তিতুমীর কলেজ ছাত্রদলের প্রায় শতাধিক নেতা-কর্মী ওই বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

জানা যায়, ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা করপোরেশনের উদ্যোগে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন এবং একই বছর ২৫ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। কিছুদিন আগে স্কুলটির নাম বদলে করা হয় ‘মোগলটুলী উচ্চ বিদ্যালয়’। এরই প্রতিবাদের মঙ্গলবার এই বিক্ষোভ মিছিল করে তিতুমীর কলেজ শাখা ছাত্রদল।

বিক্ষোভ মিছিলে তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি গাজী তৌহিদুর রহমান সুমন, রেজওয়ানুল হক সবুজ, হাফিজুল্লাহ হিরা, জাহাঙ্গীর আলম জীবন, রুহুল আমীন, মামুন খান, জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, কাউসার, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান এমদাদ (আরিফ), মাহফুজুর রহমান লিপকন, মাসুদ রানা রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ১৯ বিশ্ববিদ্যালয়

এছাড়া, তিতুমীর কলেজ ছাত্রাবাস শাখা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দ্বীপ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সাগরসহ হল শাখার নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড