• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবি রিপোর্টার্স ইউনিটি'র দ্বিতীয় বর্ষপূর্তিতে অনলাইন কুইজ প্রতিযোগিতা

  ইবি প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২০, ১৩:১৫
ইবি রিপোর্টার্স ইউনিটি'র দ্বিতীয় বর্ষপূর্তি
ইবি রিপোর্টার্স ইউনিটি'র দ্বিতীয় বর্ষপূর্তিতে অনলাইন কুইজ প্রতিযোগিতা (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উন্মুক্ত অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

‘সত্য সন্ধানে মুক্ত কলম সৈনিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সংগঠন সূত্রে জানা গেছে, সকল অংশগ্রহণকারীদের অবশ্যই ওই দিন সকাল ১১টায় ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ পেইজ এবং গ্রুপের সাথে সংযুক্ত থেকে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। সকাল ১১টার ঠিক ১ মিনিট আগে ‘ ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ পেইজ এবং গ্রুপ থেকে একটি লিংক শেয়ার দেওয়া হবে। সেই লিংক এ প্রবেশ করে শিক্ষার্থীদের নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর পূরণ করে নেক্সট বাটনে টাইপ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মোট ৩০টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং ২০ মিনিটের মধ্যে সেগুলোর উত্তরপত্র সাবমিট করতে হবে।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক অধিকার। এছাড়া সার্বিক বিষয়ে জানতে মোবাইল : 01611-052525 এবং ই-মেইল : [email protected] এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

নিয়মাবলী:

(১) নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, শিক্ষা প্রতিষ্ঠান, মোবাইল নম্বর লিখে পরবর্তী ধাপে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

(২) মোট ৩০ টি প্রশ্ন থাকবে; প্রতিটি প্রশ্নের মান ১ এবং কোন নেগেটিভ মার্ক থাকবে না।

(৩) পরীক্ষা শুরু করার পর অবশ্যই ২০ মিনিটের মধ্যেই উত্তরপত্র সাবমিট করতে হবে।

(৪) একজন ব্যক্তি একাধিকবার পরীক্ষা দিলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে।

আরও পড়ুন : চিন্তাশীল তরুণ শিক্ষার্থীদের নিয়ে ‘মিনি ইয়্যুথ পার্লামেন্ট’

(৫) সর্বশেষ একটি প্রশ্নের পাশে (আবশ্যকীয়) লেখা রয়েছে। ওই প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।

উল্লেখ্য, প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ কর্তৃপক্ষ পরিবর্তন ও সংযোজন করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড