• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কারিগরি শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই

  শিক্ষা ডেস্ক

৩১ অক্টোবর ২০২০, ১৩:৪২
পরীক্ষা
কারিগরি শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই (প্রতীকী ছবি)

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে আটকে যাওয়া কারিগরি শিক্ষার্থীদের পরীক্ষাগুলোর বিষয়ে দু’তিনদিনের মধ্যেই সিদ্ধান্ত আসছে। এছাড়া কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে তাও শিগগিরই জানিয়ে দেওয়া হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিশ্বস্ত সূত্রে এমন তথ্য জানা গেছে।

বিষয়টিতে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্লা জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিব মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে কী পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা শিক্ষামন্ত্রীর হাতেই রয়েছে।

জানা গেছে, চলতি বছরের জুনে কারিগরি বোর্ডের অধীন পলিটেকনিক কলেজগুলোতে ২, ৪, ৬, ৮ সেশনের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তীতে একাধিক জেলায় ডিপ্লোমা শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে মানববন্ধন করেন।

এ দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, কারিগরি শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম হাতে-কলমে অনুষ্ঠিত হয়। এ সময় অটোপাস কিংবা অন্যভাবে মূল্যায়নের কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে ডিপ্লোমা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলেও এখনো কারিগরি শিক্ষার্থীদের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। দ্রুত ক্লাস শুরু ও পরীক্ষার ব্যবস্থা করা হোক। পরীক্ষা শুরুর আগে তাদের দুই থেকে তিন মাস ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হোক। না হলে জটিল সমস্যায় পড়বেন তারা।

আরও পড়ুন : মহানবী (স.) কে নিয়ে কটূক্তি, চুয়েট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এইচএসসির ক্ষেত্রে আমরা অনেক মাস অপেক্ষা করেছি, তারপর বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু যারা জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা কারিগরিতে আছে তাদের বিষয়টা ভিন্ন। কারণ এটি তাদের চূড়ান্ত একটি পরীক্ষা। এ ক্ষেত্রে সঠিকভাবে মূল্যায়ন করা না হলে পরবর্তীতে চাকরি বা কর্মসংস্থানে তাদের সমস্যা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এই জায়গায় পরীক্ষা ছাড়া মূল্যায়ন করাটা মনে হয় না সঠিক হবে। পরিস্থিতি যা আমরা এখনো মনে করছি, পরীক্ষা নেওয়া সম্ভব হবে। যেহেতু এইচএসসির তুলনায় কারিগরিতে শিক্ষার্থীদের সংখ্যা অনেক কম, সেহেতু পরিস্থিতি বিবেচনায় তাদের এই পরীক্ষা আমরা নিয়ে নিতে পারব।’

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড