• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহানবী (স.) কে নিয়ে কটূক্তি, চুয়েট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

  চুয়েট প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২০, ১৩:২৭
বহিষ্কার
বহিষ্কৃত শিক্ষার্থী রায়হান রোমান (ছবি : দৈনিক অধিকার)

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃত রায়হান রোমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলমের সভাপতিত্বে আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মশিউল হক তাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সাময়িক বহিষ্কারের বিষয়টি অবহিত করা হয়েছে। তবে তাকে কেনো স্থায়ী বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানোর সিদ্ধান্ত মিটিংয়ে গৃহীত হয়েছে।

আরও পড়ুন : মাধ্যমিকে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ, রবিবার থেকে বাস্তবায়ন

এ দিকে, ফেসবুকে ওই স্ট্যাটাস দেওয়ার পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন এবং ওই শিক্ষার্থীর বহিষ্কার দাবি করেন। স্ট্যাটাস দেওয়ার চার দিনের মাথায় তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড