• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৭ অক্টোবর রাবির ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত

  শিক্ষা ডেস্ক

২২ অক্টোবর ২০২০, ১২:২৩
রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে আগামী ২৭ অক্টোবর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল আলিম।

তিনি বলেন, আগামী ২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

অধ্যাপক ডক্টর আব্দুল আলিম বলেন, সভায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে। সেখান থেকেই জানা যাবে কবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমরা কোন প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেব।

এ দিকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার না হওয়ায় বর্তমানে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। কবে হবে, কোন পদ্ধতিতে হবে- এমন বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত শঙ্কায় দিন পার করছে শিক্ষার্থীরা। ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা অনলাইনে না নিয়ে সরাসরিই উপস্থিত থেকে নেওয়ার কথা জানিয়েছে।

বিষয়টিতে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন,বিষয়টিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, আমরা ভর্তি পরীক্ষা নেব। আমাদের সকল অনুষদের ডিন এ বিষয়ে মতামত দিয়েছেন। প্যানডেমিক সিচুয়েশন বিবেচনা করে রেজাল্টের পর ডিসেম্বরে আমরা ভর্তি পরীক্ষা নেব।

আরও পড়ুন : তিন মাসের অনুদানের অর্থছাড় পেলেন ইবতেদায়ি শিক্ষকরা

অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনদিনই মতামত দেওয়া হয়নি। আমরা অনলাইনে নেব না, সরাসরি পরীক্ষা নেব।’

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড