• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমেই

  শিক্ষা ডেস্ক

১৮ অক্টোবর ২০২০, ১৫:৪৫
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো (ছবি : সম্পাদিত)

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে কাজ চলছে। এ লক্ষ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন।

ব্যানবেইস থেকে শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে শিক্ষকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে তথ্য চাওয়া হয়েছে। তবে শিক্ষকদের কেউ কেউ ধারনা করছেন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতা পাঠানো হবে।

এ বিষয়ে অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিনের জানান, শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমেই দেওয়া হবে।

তিনি আরও বলেন, ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া নিয়ে কেউ কেউ নানা নেতিবাচক মন্তব্য করছেন, যা কাম্য নয়। এটি অবশ্যই হবে। তবে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানোর কোন পরিকল্পনা নেই।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড